ড্রাইভিং কি ? ড্রাইভিং শিখতে হলে কি কি জানতে হয় ? কি যোগ্যতা থাকা দরকার?
ড্রাইভিং আসলে এক টি সব থেকে আলাদা জ্ঞান , সাধারন অর্থে মোটরযানকে চালানোর জন্যই ড্রাইভিং যন্ত্রচালিত যানকে চলাবেন যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে
ড্রাইভিং নয় যে কোন জিনিস প্রথমে অন্য রকম লাগে তেমনি ড্রাইভিং শিখতে অনেকের ভীতি কাজ করে যাই হোক ড্রাইভিং অন্য একটি মোটরযানকে নিয়মের মধ্যে নিজের দক্ষতায় চালিয়ে নেওয়াই ড্রাইভিং
ড্রাইভিং শিখতে কি আলাদা যোগ্যতা লাগে? নাহ আলাদা যোগ্যতা লাগেনা কিন্তু ধারনা থাকতে হ য় ।
কি ধারন থাকতে হবে? আপনি কি চালাবেন গাড়ি? না মটর সাইকেল ? যা কিছুই চালানা কেন আপনাকে সেটি সম্পকে ভাল এক টি ধারনা থাকা
জরুরি কারন আপনি গাড়ি চালানো শিখবেন কিন্তু আপনি গাড়ি কি গাড়ি কিভহাবে চলে সেটি সম্পর্কে কোন ধারনাই না থাকে তাহলে আপনি কিভাবে চালাবেন?
কি ভয় পেলেন? না আপনাকে তেমন কিছু নয় কিন্তু ধরুন আপনি একটি কম্পিউটার কিনবেন তো কম্পিউটার কি আপনি জানেনা তাহলে কিভহাবে হল?
ঠিক তেমনি ড্রাইভিং সম্পর্কে আপনাকে আগে থেকে কিছুটা জানা দরকার । ধরুন গারির চাকা , গারির তেল , ব্রেক কিভাবে হয়। ইঞ্জিন কিভাবে কাজ করে ইত্যাদি।
এছাড়া তেমন কিছু না তাহলে আপনার জন্য অনেক সহজ হবে।
কি কি লক্ষ করবেন? আগে থেকে একটি একটি গাড়ি কিভাবে চালায় তা খেয়াল করবেন । কিভাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছেন কি কি করছেন। একটু খেয়াল করলেই আপনি কিছুটা ধারনা পাবেন
গাড়ি চালানো কিভাবে শুরু করবেনঃ আমরা জানি যে কোন জিনিস রাতারাতি হয়না তেমনি আপনি এক দুই দিনে গাড়ি চালানো শিখতে পারবেননা। প্রথম দিনে আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু
পরিপূর্ণ গাড়ি চালাতে অনেক অভিজ্ঞটা দরকার, আপনি যত চালাবেন তত শিখবেন , প্রতিদিন আপনার সামনে সমস্যা আসবে আর আপনি অভিজ্ঞ হতে থাকবেন এর পরে দেখবেন এটি খুবি সহজ
আমরা বেসিক দেখি ভিডিওতে
ভিডিও
Comments