Skip to main content

Posts

Showing posts from April, 2018

কোথায় শিখবেন গাড়ি চালানো

গাড়ি চালানো শিখতে হলে গাড়ি চালানো শিখতে হলে কোথায় শিখবেন? গাড়ি চালাতে জানতে হলে আপনাকে কোন ড্রাইভিং প্রশিক্ষন সেন্টারে যোগাযোগ করতে হবে। ড্রাইভিং প্রশিক্ষন  সেন্টার কোথায় পাবেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনুমোদিত ড্রাইভিং স্কুল সারা দেশে মাত্র ৭৭টি শুধু ঢাকাতেই এ স্কুলের সংখ্যা ৫ শতাধিক। যত্রতত্র ছড়িয়ে থাকা এ সব ড্রাইভিং স্কুলের বেশির ভাগেরই নেই ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক লাইসেন্স। প্রশিক্ষকের নেই প্রশিক্ষণ সনদ। অনেক জায়গায় আবার একজন সনদপ্রাপ্ত প্রশিক্ষকের বিপরীতে ৪-৫ জন অদক্ষ ও সনদহীন প্রশিক্ষক দিয়ে গাড়ি চালানো শেখানো হচ্ছে।  এমনকি দু’তিনটি ড্রাইভিং সেন্টারের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছে ২০-২১ বছরের পুরুষ প্রশিক্ষক। বিআরটিসির ড্রাইভিং স্কুলে পেশাদার লাইসেন্সের জন্য খরচ হবে সর্বোচ্চ ১ হাজার ৭৩৪ টাকা এবং অপেশাদার লাইসেন্স মিলবে ২ হাজার ৩ টাকায় ড্রাইভিং স্কুলের ঠিকানা: ঢাকাসহ সারা দেশে সরকার অনুমোদিত বিআরটিসির মোট ১৭টি ড্রাইভিং প্রশিক্ষণের ইনস্টিটিউট রয়েছে।  যেখানে প্রশিক্ষকরা ব্যবহারিক ও তাত্তি¡ক প্রশিক্ষণ দিয়ে থাকেন। বিআরটিসির ঢাকাসহ অ...

গাড়ীর এসি গ্যাস কেন বেরিয়ে যায়? এসির কি কি প্রধান যন্ত্র থাকে

গাড়ীর এসি গ্যাস কেন বেরিয়ে যায় গাড়ির এসির গ্যাস রিফিল করার পরে কিছুদিন গেলেই গ্যাস নেই বারবার কাজ করার পরেও গ্যাস থাকছেনা। আসুন জেনে নেই কেন কিভাবে গ্যাস বের হয়ে যায়। এসির কি কি প্রধান যন্ত্র থাকে:  এসির কম্পেস্রর,কন্ডেসার,পাইপ,কুলিং চেম্বার, থারমোস্টাট, একটি এসির মেইন অংশ গাড়ির এসি প্রেসার যখন এই অংশের কোন এক টি যায়গা থেকে ধরে রাখতে না পারে থাহলে গ্যাস আস্তে আস্তে বের হয়ে যায়।  এছাড়া পাইপের বিভিন্ন জোড়া গুলোতে গ্যাছকিট থাকে সে গুলো থেকেও গ্যাস বের হয়। কিন্তু বেশির ভাগ সময়ই পাইপ থেকেই লিকেজ হয়। এছারা কন্ডেন্সার ঠিক মত না বসলে বডির সাথে ঘষা খেতে খেতে লিকেজ হতে পারে। লিকেজ এড়াতে কি করবেন? লিকেজ এড়াতে আসলে তেমন কিছু করার নেই তবে কম্পেস্রর,কন্ডেসার,পাইপ,কুলিং চেম্বার ও পাইপ থেকেই লিকেজ হয়। ভাল মানের পাইপ ব্যবহার করবেন। এ কাজ গুলো করলে আপনার এসি লিকেজ মুক্ত রাখতে পারবেন ব্লে আশা করি। গাড়ি সম্পর্কে টিপস ও ট্রিকস জানতে আমাদের চ্যানেল এ যোগ দিন সাভস্ক্রাইভ করুন www.youtube.com/safedrivbd see video : Car AC-এসির সমস্যা# কেন গ্যাস বেরিয়ে যায়? দেখুন টেকনিশিয়া্নে...