Skip to main content

Posts

Showing posts from July, 2018

এসি ঠাণ্ডা কম ? গাড়ির এসির কুলিং বাড়াতে যা করতে হবে- ভিডিও

আপনার গাড়ি কি এসি ঠান্ডা  কম হয়? জ্যামে দাড়িয়ে থাকলে ঠান্ডা হয়না ? আবার হঠাৎ ঠান্ডা ছেড়ে দেয়। কি কারনে কেন। এসিতে কম ঠান্ডা হওয়ার মুল কারন হল আপনার এসির কম্পেসরটি ক্যামন ।  যদি অতি পুরনো হয় বা অনেক আগের মডেল এছারা আপানার কুলিং কন্ডেসর পরিষ্কার করেছে কতদিন আগে। কুলিং কন্ডেসর এর ভেতরে অনেক ধুলোবালি জমে কাদায় পরিণত হয়। এটার ভেতরে কাদা জমলে বরফ গুলো জমতে পারেনা। এটার জন্য  পারফমেন্স নির্ভর করে। এছাড়া সামনের কন্ডেন্সরে অনেক ধুলোবালি জমে  ঠান্ডা কমে যায়। এছাড়া সামনের ফ্যানটি অটো থাকলে অনেক সময় অটো হতে হতে ইঞ্জিন হিট হয়ে যায় তাই জ্যামে থাকলে গরম বাতাস বের হয়। ভাল কুলিং পেতেঃ  #সবসময় সামনের কন্ডেন্সরে বেশি বেশি পানি মারুন # বছরে অন্তত ১বার  কুলিং কন্ডেসর পরিষ্কার ক্রুন। # এসির কম্পেসরটি পুরনো  হলে কোরসা কম্পেসর লাগাতে পারেন। এসির থারমস্টাট  অটো এ্যাডজাস্ট থাকলে তারাতারি অটো হবে তাতে এসির কম্পেসরটি ভাব্ল থাকবে। ভাল গ্যারেজ থেকে গ্যাস রিফিল করুন । কারন যারা গ্যাস ভরে তারা অনেকই পরিমাণ মত গ্যাস দেয়না। আর জানতে ভিডিও...