Skip to main content

Posts

Showing posts from May, 2020

ঈদেরছুটিতে ব্যাক্তিগত গাড়ি নিয়ে বাড়ি ফিরতে ড্রাইভিং এ যা খেয়াল রাখবেন

ঈদের সময় যে ভাবে ড্রাইভিং করবেন সব সময় নেগেটিভ ধারনা রাখুন। সবাই আপনার বিপক্ষে ভাবুন। তাড়াহুড়া করাই যাবেনা কেহ আগে যেতে চাইলে যেতে দিন।  ওভারটেক করতে গেলে অবশ্যই আপনার পক্ষে ৮০ % গেলেই যাবেন। বেশি বেশি হ্রন দিন। গাড়ির এণ্টিকাটার ও হেড লাইট ব্যবহার করুন। রাস্তার দুইপাশের বিভিন্ন সংকেত চিহ্ন লক্ষ রাখুন। হতে পারে, আসতে পারে, থাকতে পারে, ধরে রাখুন। গাড়ির পেছনে থাকাকালিন ডানে নিতে গেলে অবশ্যই ডানে উকি দিয়ে ভাল করে দেখে নিন। গাড়ি সহ ডানে যাবেননা  না দেখে একটুও ডানে নিবেনা। মোবাইল থেকে দুরে থাকুন উচ্চ শব্দে গান বাজাবেন না।  গাড়ির চাকা গারির ফিটনেস অবশ্যই চেক করিয়ে নিবেন। গতি নিয়ন্ত্রন রাখুন। অতি কনফিডেন্ট না থাকা উত্তম।  কনফিডেন্ট থাকবে কিন্তু অতি কনফিডেন্ট নয়। ড্রাইভিং এ কোন অনুমানের সুযোগ নেই। নিজের চোখে না দেখে কিছুই করা যাবেনা।