গাড়ি চালাতে গাড়ি সম্পরকে বেসিক কিছু বিষয় জানাতে হয়। আপনি যে কাজটি করবেন সেটি কিভাবে কাজ করে কি কি আছে চাকা ইঞ্জিন কিভাবে কাজ করে এগুলো সম্প্রকে সাধারন জ্ঞান থাকা জরুরি।
আমার মতে গাড়ি চালানো অনেক ক্ননফিডেন্ট থাকা উচিত। গারি চালানো একটা শিল্প, মানুষের পথে চলতে যেভাবে এগিয়ে যেতে হয় সেখানে কত কিছু সামলে একে বেকে গন্তবে যাওয়ার মতই আসলে গাড়ি চালানোটা এমনি।
আপনাকে নিয়ম মেনে খেয়াল করে অন্যের ভুল এরিয়ে যেতে হবে।
আমাকে কেউ চালানো শিখায়নি একা একাই শিখেছি কাউকে ছাড়া আমি প্রথম গারি চালাই।
আমার ছোট বেলা থেকেই ইঞ্জিন চালিত সব কিছুর দিলে আলাদা খেয়াল ছিল ও ভাবতাম আমি যদি চালাতে পারতাম
কিভাবে এটা চলে। এর পরে আমি বিমান রেল হেলিকপ্টার ছাড়া মোটামুটি সব ধরনের বাহন চালিয়েছি।
বাংলাদেশের কোথাও বাদ নেই যেখানে গারি চালিয়ে যাইনি
ভ্রমন ও গাড়ী চালানোর প্রচন্ড শখ আমাকে নিয়ে গেছে শত হাজার মাইল দূরে।
যাই হোক "যানবাহন" যেহেতু যান কে বহন করে চলে সেটিকে ভাল করে শিখতে হবে। বেশি বেশি খেয়াল করবেন অন্যরা কিভাবে চালাছছে কি করছে দেখবেন কাউকে লাগবেনা।
১. সবাই আপনার বিপক্ষে মনে মনে রাখবেন
২.গাড়ি চালাতে কোন অনুমানের দাম নেই
৩.গাড়ি চালাতে 'হতেপারে থাকতে পারে আসতে পারে অন্তরে গেথে রাখুন,
৪ দূর থেকেই যে কোন মোড় বা সাইট রাস্তা বাজার কালভারট ওপাশে কিছু আছে ধরে রাখুন
৫.জোরে গান বাজানো বন্ধ রাখুন।
৬. দুর্ঘটনা অন্যের ভুলে ঘটতে পারে বা ঘটবে তাই সব সবময় খেয়াল রাখুন।
আজ এ টুকুই আবার লিখবো,,,ভুল হ লে মারজনা করবেন..
আমার youtube chanel e SHBSCRIBE KORTE paren....driving bangla video
https://www.youtube.com/channel/UCsfhtRKLOxVTym0Xv1Ll93Q
Comments