সেফলি গাড়ি চালাতে কি করনীয় :
সব সময় নেগেটিভ ধারনা রাখুন। সবাই আপনার বিপক্ষে ভাবুন।
- তাড়াহুড়া করাই যাবেনা কেহ আগে যেতে চাইলে যেতে দিন।
- ওভারটেক করতে গেলে অবশ্যই আপনার পক্ষে ৮০ % গেলেই যাবেন। বেশি বেশি হ্রন দিন।
- গাড়ির এণ্টিকাটার ও হেড লাইট ব্যবহার করুন।
- রাস্তার দুইপাশের বিভিন্ন সংকেত চিহ্ন লক্ষ রাখুন।
- হতে পারে, আসতে পারে, থাকতে পারে, ধরে রাখুন।
- গাড়ির পেছনে থাকাকালিন ডানে নিতে গেলে অবশ্যই ডানে উকি দিয়ে ভাল করে দেখে নিন। গাড়ি সহ ডানে যাবেননা না দেখে একটুও ডানে নিবেনা।
- মোবাইল থেকে দুরে থাকুন
- উচ্চ শব্দে গান বাজাবেন না।
- গাড়ির চাকা গারির ফিটনেস অবশ্যই চেক করিয়ে নিবেন।
গতি নিয়ন্ত্রন রাখুন।অতি কনফিডেন্ট না থাকা উত্তম। কনফিডেন্ট থাকবে কিন্তু অতি কনফিডেন্ট নয়।ড্রাইভিং এ কোন অনুমানের সুযোগ নেই। নিজের চোখে না দেখে কিছুই করা যাবেনা।
#safedrivebd,গাড়ি চালাতে,সেফলি গাড়ি চালাতে ,ড্রাইভিং
Comments