গাড়ি ড্রাইভিং ও ড্রাইভিং এর ৫ টি জীবন রক্ষাকারী টিপস
গাড়ি ড্রাইভিংঃ আমাদের দেশে গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম মান নেনা বললেই চলে ।আপ্ননি নিয়ম মান লেও অন্যের নিয়ম ভাঙার ভীরে হারিয়ে যেতে পারেন। গাড়ি চালাতে যে যে রাস্তার সাইন গতি এগুলো ড্রাইভাররা তোয়াক্কা করেন্না,হেল্পার থেকে ড্রাইভার সুপার ভাইজার থেকে ড্রাইভার।
গাড়ি চালানো নিয়ম যদি সবাই মানত ড্রাইভার যদি ভয় পেত যে আমার ভুলে অসতর্কতায় দুর্ঘটনা ঘটলে আমার রক্ষা নেই তাহলে সে ড্রাইভিং করার সময় অতি সাবধানেই গাড়ি চালাত।
ওভারটেক করতে গিয়া আমাদের দেশে যত দুর্ঘটনা ঘটে থাকে...
- ১ তাড়াহুড়া করাই যাবেনা কেহ আগে যেতে চাইলে যেতে দিন।
- ২ ওভারটেক করতে গেলে অবশ্যই আপনার পক্ষে ৮০ % গেলেই যাবেন। বেশি বেশি হ্রন দিন।
- ৩ গাড়ির এণ্টিকাটার ও হেড লাইট ব্যবহার করুন।
- ৪ রাস্তার দুইপাশের বিভিন্ন সংকেত চিহ্ন লক্ষ রাখুন।
- ৫ হতে পারে, আসতে পারে, থাকতে পারে, ধরে রাখুন।
- ৬ গাড়ির পেছনে থাকাকালিন ডানে নিতে গেলে অবশ্যই ডানে উকি দিয়ে ভাল করে দেখে নিন। গাড়ি সহ ডানে যাবেননা না দেখে একটুও ডানে নিবেনা।
- ৭ মোবাইল থেকে দুরে থাকুন
- ৮ উচ্চ শব্দে গান বাজাবেন না।
- ৯ গাড়ির চাকা গারির ফিটনেস অবশ্যই চেক করিয়ে নিবেন।