ড্রাইভিং কি ? ড্রাইভিং শিখতে হলে কি কি জানতে হয় ? কি যোগ্যতা থাকা দরকার? ড্রাইভিং কি ? ড্রাইভিং শিখতে হলে কি কি জানতে হয় ? কি যোগ্যতা থাকা দরকার? ড্রাইভিং আসলে এক টি সব থেকে আলাদা জ্ঞান , সাধারন অর্থে মোটরযানকে চালানোকে জন্যই ড্রাইভিং বলা হয়। যন্ত্রচালিত যানকে চলাবেন যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে। ড্রাইভিং শিখতে অনেকের ভীতি কাজ করে যাই হোক ড্রাইভিং অন্য একটি মোটরযানকে নিয়মের মধ্যে নিজের দক্ষতায় চালিয়ে নেওয়াই ড্রাইভিং। প্রত্যেক ড্রাইভার গাড়ি চালিয়ে চালিয়ে ধীরে ধীরে ড্রাইভার হয়ে উঠেছেন। আমারা বাসের দিকে খেয়াল করে থাকি যারা হেলপার তারপর হন সুপারভাইজার তারপর একটু চান্স পেয়ে পেয়ে গাড়ি চালাতে চালাতে সে ড্রাইভার হয়, এখনে সে কিন্তু অনেক ধাপ শেষ করে ড্রাইভার হয়েছেন এবং আগে অনেক বেসিক জেনে শুনে ড্রাইভিং এ বসেছেন। যাক এটা একটা উদাহরণ হিসেবে বললাম। আবার বলবেন তারা কেন দুর্ঘটনা বেশি ঘটায় ? সেটি আমারা পরে আলোচনা করব। ড্রাইভিং শিখতে কি আলাদা যোগ্যতা লাগে? নাহ আলাদা যোগ্যতা লাগেনা কিন্তু ধারন...