ড্রাইভিং কি ? ড্রাইভিং শিখতে হলে কি কি জানতে হয় ? কি যোগ্যতা থাকা দরকার?
ড্রাইভিং কি ? ড্রাইভিং শিখতে হলে কি কি জানতে হয় ? কি যোগ্যতা থাকা দরকার?
ড্রাইভিং আসলে এক টি সব থেকে আলাদা জ্ঞান , সাধারন অর্থে মোটরযানকে চালানোকে জন্যই ড্রাইভিং বলা হয়। যন্ত্রচালিত যানকে চলাবেন যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে।
ড্রাইভিং শিখতে অনেকের ভীতি কাজ করে যাই হোক ড্রাইভিং অন্য একটি মোটরযানকে নিয়মের মধ্যে নিজের দক্ষতায় চালিয়ে নেওয়াই ড্রাইভিং। প্রত্যেক ড্রাইভার গাড়ি চালিয়ে চালিয়ে ধীরে ধীরে ড্রাইভার হয়ে উঠেছেন। আমারা বাসের দিকে খেয়াল করে থাকি যারা হেলপার তারপর হন সুপারভাইজার তারপর একটু চান্স পেয়ে পেয়ে গাড়ি চালাতে চালাতে সে ড্রাইভার হয়, এখনে সে কিন্তু অনেক ধাপ শেষ করে ড্রাইভার হয়েছেন এবং আগে অনেক বেসিক জেনে শুনে ড্রাইভিং এ বসেছেন। যাক এটা একটা উদাহরণ হিসেবে বললাম। আবার বলবেন তারা কেন দুর্ঘটনা বেশি ঘটায় ? সেটি আমারা পরে আলোচনা করব।
ড্রাইভিং শিখতে কি আলাদা যোগ্যতা লাগে? নাহ আলাদা যোগ্যতা লাগেনা কিন্তু ধারনা থাকতে হয়।
ড্রাইভিং কোন মুখস্থবিদ্যা নয়। এটি মুখস্থ করে হবেনা এটি প্রাক্টিক্যাল রাস্তায় চালাতে চালাতে আপনার মাথায় ও আপনার হাতের মধ্যে একটি যান্ত্রিক জ্ঞান লাভ করবেন সেটিই আপনার অভিজ্ঞতা।
যখন রাস্তায় নতুন কোন ঘটনার মুখোমুখি হবেন সেই জিনসটি অইদিন নতুন শিখলেন।
তেমনি এক্সিডেন্টে আপনি পড়েননি বলে আপনি এটি জানেন না এটি কত ভয়ংকর হয়। আপনি ওভার টেক করতে করতে আপনার কনফিডেন্ট বাড়বে। বিপদে পরতে পরতে আপনার সেটি থেকে বের হওয়ার কৌশল রপ্ত হবে। তাই ড্রাইভিং এ বেশি চালনা ছাড়া কোন শর্টকাট রাস্তা নেই।
কি ধারন থাকতে হবে? আপনি কি চালাবেন গাড়ি? না মটর সাইকেল ? যা কিছুই চালানা কেন আপনাকে সেটি সম্পকে ভাল এক টি ধারনা থাকা
জরুরি কারন আপনি গাড়ি চালানো শিখবেন কিন্তু আপনি গাড়ি কি গাড়ি কিভাবে চলে সেটি সম্পর্কে কোন ধারনাই না থাকে তাহলে আপনি কিভাবে চালাবেন?
কি ভয় পেলেন? না আপনাকে তেমন কিছু নয় কিন্তু ধরুন আপনি একটি কম্পিউটার কিনবেন তো কম্পিউটার কি আপনি জানেনা তাহলে কিভহাবে হল?
ঠিক তেমনি ড্রাইভিং সম্পর্কে আপনাকে আগে থেকে কিছুটা জানা দরকার । ধরুন গারির চাকা , গারির তেল , ব্রেক কিভাবে হয়। ইঞ্জিন কিভাবে কাজ করে ইত্যাদি।
এছাড়া তেমন কিছু না তাহলে আপনার জন্য অনেক সহজ হবে।
আগে থেকে একটি একটি গাড়ি কিভাবে চালায় তা খেয়াল করবেন । কিভাবে ড্রাইভার গাড়ি চালাচ্ছেন কি কি করছেন। একটু খেয়াল করলেই আপনি কিছুটা ধারনা পাবেন।
এছাড়া ড্রাইভিং এর সময় সবাই আপনার বিপক্ষে ভাবুন। আপনার চলার পথে সব নিয়মের মধ্যে থাকবেনা
সব সঠিক ভাবে কথা শুনবেনা। অন্য কেহ ভুল করবেই। আপনার নিজের ও গাড়ির ফিটনেস ঠিক আছে কিনা। আপনার মন ও চিন্তা সব কিছুই থাকবে ড্রাইভিং এর দিকে।
গাড়ি চালাতে কতদিন লাগেঃ আমরা জানি যে কোন জিনিস রাতারাতি হয়না তেমনি আপনি এক দুই দিনে গাড়ি চালানো শিখতে পারবেননা। প্রথম দিনে আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু
পরিপূর্ণ গাড়ি চালাতে অনেক অভিজ্ঞটা দরকার, আপনি যত চালাবেন তত শিখবেন , প্রতিদিন আপনার সামনে সমস্যা আসবে আর আপনি অভিজ্ঞ হতে থাকবেন এর পরে দেখবেন এটি খুবি সহজ।
Comments