Skip to main content

ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে পারবে না : হাইকোর্ট

ফিটনেস নবায়ন না করা গাড়ি রাস্তায় চলতে পারবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

এছাড়াও ফিটনেস বিহীন গাড়ি চলাচলের প্রতি জেলায় টাস্কফোস গঠনের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

 বিআরটিএ এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়ার পর বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২০ হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

 গত বছরের ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় ৫ লাখ গাড়ি ফিটনেস নাবয়নের বাইরে ছিল।
ওই দিন আদালত আদেশ দিয়েছেন- ফিটনেস নবায়ন না করা গাড়িকে পেট্রোল পাম্প থেকে জ্বালানি না দিতে। ওই আদেশ অনুসারে বিআরটিএ ব্যবস্থা নিয়েছে। প্রত্যেক পেট্রোল পাম্পকে চিঠি দেয়া হয়েছে।
গত ২৩ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৫ লাখ গাড়ির মধ্যে সারাদেশে এক লাখ ৬৫ হাজার ৭৬৪ গাড়ি ফিটনেস নবায়ন করেছে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দুমাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট।

ড্রাইভিং লাইসেন্সফিটনেস ট্যাক্স টোকেন যাদের নেই তারা এই সুযোগ গ্রহন করুন

বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখুন
https://youtu.be/LKu-s4QnB9M



Popular post

কোথায় শিখবেন গাড়ি চালানো

গাড়ি চালানো শিখতে হলে গাড়ি চালানো শিখতে হলে কোথায় শিখবেন? গাড়ি চালাতে জানতে হলে আপনাকে কোন ড্রাইভিং প্রশিক্ষন সেন্টারে যোগাযোগ করতে হবে। ড্রাইভিং প্রশিক্ষন  সেন্টার কোথায় পাবেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অনুমোদিত ড্রাইভিং স্কুল সারা দেশে মাত্র ৭৭টি শুধু ঢাকাতেই এ স্কুলের সংখ্যা ৫ শতাধিক। যত্রতত্র ছড়িয়ে থাকা এ সব ড্রাইভিং স্কুলের বেশির ভাগেরই নেই ব্যবসায়িক বা প্রাতিষ্ঠানিক লাইসেন্স। প্রশিক্ষকের নেই প্রশিক্ষণ সনদ। অনেক জায়গায় আবার একজন সনদপ্রাপ্ত প্রশিক্ষকের বিপরীতে ৪-৫ জন অদক্ষ ও সনদহীন প্রশিক্ষক দিয়ে গাড়ি চালানো শেখানো হচ্ছে।  এমনকি দু’তিনটি ড্রাইভিং সেন্টারের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছে ২০-২১ বছরের পুরুষ প্রশিক্ষক। বিআরটিসির ড্রাইভিং স্কুলে পেশাদার লাইসেন্সের জন্য খরচ হবে সর্বোচ্চ ১ হাজার ৭৩৪ টাকা এবং অপেশাদার লাইসেন্স মিলবে ২ হাজার ৩ টাকায় ড্রাইভিং স্কুলের ঠিকানা: ঢাকাসহ সারা দেশে সরকার অনুমোদিত বিআরটিসির মোট ১৭টি ড্রাইভিং প্রশিক্ষণের ইনস্টিটিউট রয়েছে।  যেখানে প্রশিক্ষকরা ব্যবহারিক ও তাত্তি¡ক প্রশিক্ষণ দিয়ে থাকেন। বিআরটিসির ঢাকাসহ অ...

ড্রাইভিং কি ? ড্রাইভিং শিখতে হলে কি কি জানতে হয় ? কি যোগ্যতা থাকা দরকার?

 ড্রাইভিং কি  ?  ড্রাইভিং শিখতে হলে কি কি জানতে হয় ? কি যোগ্যতা থাকা দরকার?  ড্রাইভিং আসলে এক টি সব থেকে আলাদা জ্ঞান , সাধারন অর্থে  মোটরযানকে চালানোর জন্যই ড্রাইভিং    যন্ত্রচালিত যানকে চলাবেন যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে  ড্রাইভিং নয় যে কোন জিনিস প্রথমে অন্য রকম লাগে তেমনি  ড্রাইভিং শিখতে অনেকের ভীতি কাজ করে যাই হোক   ড্রাইভিং অন্য একটি মোটরযানকে নিয়মের মধ্যে নিজের দক্ষতায় চালিয়ে নেওয়াই ড্রাইভিং ড্রাইভিং শিখতে কি আলাদা যোগ্যতা লাগে?  নাহ আলাদা যোগ্যতা লাগেনা কিন্তু ধারনা থাকতে হ য় । কি ধারন থাকতে হবে?   আপনি কি চালাবেন গাড়ি? না মটর সাইকেল ? যা কিছুই চালানা কেন আপনাকে সেটি সম্পকে ভাল এক টি ধারনা থাকা জরুরি কারন আপনি গাড়ি চালানো শিখবেন কিন্তু আপনি গাড়ি কি গাড়ি কিভহাবে চলে সেটি সম্পর্কে কোন ধারনাই না থাকে তাহলে আপনি কিভাবে চালাবেন? কি ভয় পেলেন? না আপনাকে তেমন কিছু নয় কিন্তু ধরুন আপনি একটি কম্পিউটার কিনবেন তো কম্পিউটার কি আপনি জানেনা তাহলে কিভহাবে হল?  ঠিক তেমনি ড্রাইভিং সম্...

গাড়ি চালনার আগে করণীয়

 প্রশ্ন : মোটরযান কাকে বলে ? উত্তর ঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে।  প্রশ্ন : গাড়ি চালনাকালে কী কী কাগজপত্র গাড়ির সঙ্গে রাখতে হয় ? উত্তর ঃ ক. ড্রাইভিং লাইসেন্স খ. রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ব্লু-বুক) গ. ট্যাক্সটোকেন ঘ. ইনসিওরেন্স সার্টিফিকেট ঙ.ফিটনেস সার্টিফিকেট (মোটরসাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়) এবং চ. রুটপারমিট (মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বো”চ ৭আসন বিশিষ্ট  ব্যক্তিগত যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়) গাড়ি চালনার আগে করণীয় কাজ কী কী ?  ১. গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ২. রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ৩. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা। ৩. লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। ৪. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। ৫. গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না, নাট-বোল্ট...