কুয়াশায় গাড়ি চালাতে যা যা খেয়াল করতে হবে
তাই শীতে কুয়াশার ভেতরে গাড়ি চালানোর সময় থাকতে হবে সর্বোচ্চ সতর্ক। জেনে নিন কুয়াশায় গাড়ি চালানোর সহজ কিছু উপায়
কার ধীরে চালান:
কুয়াশায় সুরক্ষিতভাবে গাড়ি চালাতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন।
কুয়াশা থাকলে গতি কমিয়ে ২৫-৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা করে দিন। গতি কম থাকার কারনে জায়গায় ব্রেক করে গাড়ি দাঁড় করাতে পারবেন। দুর্ঘটনা এড়াতে হেড লাইট এন্টিকাটার লাইট জালিয়ে দিন।
দ্রুত লেন পরিবর্তন করবেন না: কুয়াশায় কারণে গাড়ি চালানো সহজ মনে না হলেও, কখনো নিজের লেন পরিবর্তন করবেন না।
সামনে গাড়ি থাকলে দুরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করুন
see this video :
Comments